নড়াইলের লোহাগড়া উপজেলার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কুপিয়েছে দুর্বৃত্তরা। গতকাল news শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষকের বাড়ির পাশে তাঁকে কোপানো হয়।
আহত ওই ব্যক্তির নাম শেখ হাসান মাহমুদ (৩৫)। তিনি উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম সপ্তপল্লী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি একই ইউনিয়নের বাটিকাবাড়ি গ্রামের আবদুস সালাম শেখের ছেলে।
শিক্ষক হাসান মাহমুদের চাচাতো ভাই তৌকির আহমেদ বলেন, হামলাকারীরা পেছন থেকে ধারালো news অস্ত্র দিয়ে হাসানের মাথায় কুপিয়ে সটকে পড়ে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তিনি (তৌকির) একটু সামনে ছিলেন। হাসানের চিৎকারে এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে তাঁকে খুলনা মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।